এসি কেনার সময় আমরা প্রায় শুনে থাকি, ১টন এসি, ২ টন এসি। এই টন মানে কি?
১ টন একটি এসি ঘর থেকে প্রতি ঘণ্টায় ১২ হাজার BTU তাপ শোষণ করতে পারে।
২ টন একটি এসি মানে ঘর থেকে প্রতি ঘণ্টায় ২৪ হাজার BTU তাপ শোষণ করবে।
একদম সহজ ভাবে বললে,
১ টন বরফ একটি ঘরে এক ঘণ্টায় যতটুকু ঠাণ্ডা করবে,
ঠিক ১ টন এসি ততটুকু ঠাণ্ডা রাখবে। ধন্যবাদ

No comments:
Post a Comment